বিদ্যালয়ের ইতিহাস

ঐতিহ্যবাহী এলেঙ্গা উচ্চ বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৪১ খ্রিষ্টাব্দে স্থানীয় জমিদারগণ প্রতিষ্ঠা করেন যা সৃষ্টি লগ্ন থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টিতে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, মানবিক ও কারিগরি শাখার মোট ১৫০২ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। অত্র বিদ্যালয়ে মাধ্যমিক এর অধীনে ১৫টি শ্রেণি শাখা রয়েছে এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২টি ট্রেডের ৯ম ও ১০ম শ্রেণির ৪টি শাখা রয়েছে। সর্বমোট শাখা ১৯টি। বিগত তিন বছরে এসএসসি পরীক্ষায় পাসের হার গড়ে ৯৮% এবং গড়ে এ+ ৫০টিরও বেশি রয়েছে। বিদ্যালয়টিতে ৪০ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।